শান্তিপুর পৌরসভার উদ্যোগে আজ, শান্তিপুরের বিভিন্ন জায়গায় প্লাস্টিক বিরোধী অভিযান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গত পয়লা বৈশাখ থেকে শান্তিপুরে নিষিদ্ধ করা হয়েছে ৭৫ মাইক্রোনের নিচে থাকা সমস্ত প্লাস্টিক জাতীয় দ্রব্য। বারংবার মাইকিং এবং সচেতনতা প্রচারের মাধ্যমে তার সাথে সাথে ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের বিভিন্ন মানুষের সাথে বারংবার আলোচনা করার পর সবাইকে অবগত করে দেওয়া হয় যে, পয়লা বৈশাখ থেকে শান্তিপুরের নিষিদ্ধ হতে চলেছে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক জাতীয় দ্রব্য। কিন্তু পৌরসভার নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে শান্তিপুর জুড়ে চলছিল প্লাস্টিক জাতীয় দ্রব্যের অবাধ ব্যবহার। এরকম খবর আসা মাত্রই শান্তিপুর পৌরসভার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন বাজার এলাকায় প্লাস্টিক বিরোধী অভিযান চালায় শান্তিপুর পৌরসভা। অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ, চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার শুভজিৎ দে, কাউন্সিলর দীপঙ্কর সাহা, অরুণ বসাক সহ একাধিক পৌর আধিকারিক বৃন্দ। এদিন প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয় শান্তিপুর বড়বাজার ডাকঘর মোড় বাইগাছি পাড়া এবং শান্তিপুর রেল বাজারে। অভিযান চলাকালীন আটটি দোকান থেকে ৫০০ টাকা হিসেবে ৪০০০ টাকা ফাইন করা হয়। যারা প্লাস্টিক ব্যবহার করেছিলেন পৌরসভার পক্ষ থেকে আরো জানানো হয় এরপরেও যদি শান্তিপুরে প্লাস্টিকের ব্যবহার চলতে থাকে এবং যে সমস্ত মানুষ বা ব্যবসাদাররা এই প্লাস্টিকের ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে। তবে শান্তিপুর গ্রীন সিটি করার লক্ষ্যে এবং প্লাস্টিক মুক্ত শান্তিপুর করার লক্ষ্যে পৌরসভার এই অভিযান কে সাধুবাদ জানিয়েছেন শান্তিপুরের আপামর জনসাধারণ, এবং বিভিন্ন পরিবেশবান্ধব মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *