ঈদের সামগ্রী নিয়ে ৫ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন আনোয়ার।

সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী – চলছে রমজান মাস। পবিত্র এই রমজান মাসে মুসলমান সম্প্রদাদের মানুষজন সারাদিন উপোস থেকে রোজা পালন করেন।আর কয়েক দিন পর অনুষ্ঠিত হবে খুশির ঈদ। সেই ঈদ পালনের জন্য সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন অধীর অপেক্ষায় তাকিয়ে রয়েছেন নির্দিষ্ট সেই দিনটির জন্য।চলছে সাজো সাজো রব। ইতিমধ্যে বাজার ছেয়ে গিয়েছে শিমুই,লাচ্চা হরেক রকমারী জিনিসপত্র।এমন পবিত্র ঈদ এর আগে অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ালেন শিক্ষক সমাজসেবী মাওলানা আনোয়ার হোসেন কাসেমী ও তার সংস্থা চুনাখালি ওয়েলফেয়ার ট্রাস্ট।
শনিবার সংস্থার তরফ থেকে প্রায় পাঁচ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হল লাচ্ছা,সিমুই,তেল,দুধ,চিনি সহ অন্যান্য সামগ্রী। পাশাপাশি ঈদের নতুন বস্ত্রও তুলে দেওয়া হয় দরিদ্রদের হাতে।উল্লেখ্য প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সমগ্র রমজান মাসজুড়ে ইফতার সামগ্রী বিতরণ করেছিলেন বাসন্তী-চুনাখালি ওয়েল ফেয়ার ফাউন্ডশন এর কর্ণধার শিক্ষক সমাজসেবী মাওলানা আনোয়ার হোসেন কাসেমী ও তার সংস্থা।
রমজান মাস জুড়ে এলাকার চুনাখালি, সজিনাখালি, সরবেড়িয়া, ফুল মালঞ্চ, নির্দেশখালি, ৮ নম্বর তিতকুমার, হাড়দহ, কুমড়ো খালিতে এলাকায় অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে।সুন্দরবনের বুকে গত প্রায় ২০ বছর ধরে এই কাজ তাদের সংস্থা করে আসছে। সুন্দরবনের মানুষের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়, তাই তাঁর সংস্থা সারা বছরের বিভিন্ন সময়ে সহায়তা দিয়ে থাকে। এবছর পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় পাঁচ হাজার পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈদ এর সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *