ঝাড়গ্রামে ঐতিহাসিক মে দিবস পালন করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।

0
339

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  রবিবার ঐতিহাসিক মে দিবস পালন করল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ওই সংগঠনের পক্ষ থেকে রবিবার ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়। ১৮৮৬ সালের পয়লা মে কর্মক্ষেত্রে কর্ম দিবসের সীমা নির্দিষ্ট করতে চেয়ে যথাযথ বিশ্রাম ও মর্যাদা দাবি করে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। তারপর থেকেই প্রতিবছর মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক দিবস পালন করা হয়। শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। কিন্তু বিতর্ক এর শেষ নেই। আজ ও বিভিন্ন এলাকায় চরম অবহেলার মধ্যে শ্রমিক থেকে অসংগঠিত শ্রমিক ও পরিযায়ী শ্রমিকরা বঞ্চনার শিকার । কেন্দ্র সরকার শ্রমিকদের দাবি গুলি সঠিকভাবে রূপায়ন করেনি বলে শ্রমিক সংগঠন গুলির অভিযোগ। তাই ঐতিহাসিক মে দিবস এর দিন শ্রমিকদের মুখে হাসি নেই। কেবলমাত্র নিয়ম রক্ষার জন্য শ্রমিক দিবস পালন করা হয় বলে অনেকেই মনে করেন। তাই শ্রমিকদের অধিকার রক্ষার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সেই জন্য যথাযথ মর্যাদায় রবিবার ঐতিহাসিক মে দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তাদের দাবি শ্রমিকদের যথাযথ মর্যাদা দিতে হবে। শ্রমিকদের পরিবারগুলির প্রতি নজর দিতে হবে। শ্রমিকদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। শ্রমিকদের বাসস্থান এর ব্যবস্থা করতে হবে ।শ্রমিক পরিবারগুলির ছেলেমেয়েদের পড়াশোনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাতে আগামী দিনে শ্রমিক পরিবারগুলি ভালো ভাবে বসবাস করতে পারে। রবিবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে ঝাড়গ্রাম শহর এর পাশাপাশি ঝারগ্রাম এর বিভিন্ন কারখানার সামনে আন্তর্জাতিক মে দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলার শ্রমিক সংগঠনের সভাপতি মহাশীষ মাহাতো, কাউন্সিলর গৌতম মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা নান্টু লাল দাস সহ আরো অনেকে । কাউন্সিলর গৌতম মাহাতো বলেন রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন ,শ্রমিকদের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছেন। এরাজ্যে ক্ষমতায় থাকাকালীন বামেদের সরকার শ্রমিকদের উন্নয়ন কোনো কাজ করেনি করেনি। তাই শ্রমিকদের পাশে রয়েছে বর্তমান রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here