বোল্ডার বোঝাই লরিতে উল্টে চাপা পড়ে মৃত্যু হল খালাসির॥

0
222

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  নিয়ন্ত্রণ হারিয়ে বোল্ডার বোঝাই লরির নিচে চাপা পড়ে মৃত্যু হল খালাসির।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক এলাকার।ঘটনায় জানা দীর্ঘদিন গ্রীষ্মের দাবদাহর পরে গতকাল ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছিল জেলার বিভিন্ন এলাকায়।সেইমতো বৃষ্টিতে ভিজেছিল বেলদা ঠাকুরচক সহ তার পার্শ্ববর্তী এলাকাগুলী।আর এতে মানুষেরা দীর্ঘ গরমের পর স্বস্তির নিঃশ্বাস পেলেও বড় বিপত্তি হয়ে দাঁড়িয়েছিল পথচলতি রাস্তাগুলি।কারণ বর্তমান যে ধান কাটার মৌসুম চলছে তার ফলে ধান কাটার কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্র চালিত গাড়িগুলি খাল বিল গ্রামের কাদামাটির পথ দিয়ে আসার পরে বিভিন্ন জায়গায় পিচ দিয়ে তৈরি রাজ্য সড়কগুলিতে অবাধে যাতায়াত করছিল।এর ফলে পিচের রাস্তার ওপরে পড়েছিল কাদামাটি।বৃষ্টির ফলে সেই কাদামাটি পিচের রাস্তায় সম্পূর্ণভাবে ছেয়ে গিয়েছিল।ফলে পথচলতি বাইক আরোহী এমনকি যানবাহন গুলি খুব ভয়ংকরভাবে যাতায়াত করছিল।দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল রাস্তাগুলি ।যায় ফলে আজ বেলদা থেকে খাকুড়দা গামী রাজ্য সড়কের ঠাকুরচকের কাছে একটি বোল্ডার বোঝাই লরি অপর একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিচের রাস্তা ছেঁড়ে রাস্তার ধারে নরম কাদামাটিতে চলে যায়।এরপর গাড়িটিকে কোনোরকমে ওখানে দাঁড় করায় চালক।এরপর চালক এবং খালাসি গাড়ি থেকে নেমে এসে পাশের দোকানে খাবার সেরে পুনরায় গাড়িটিকে ওঠানোর চেষ্টা করেন।আর এতেই ঘটে যায় বড় বিপত্তি।খালাসি গাড়ির নিচে কাঠের টুকরো এবং বোল্ডার দিয়ে জোগান দিচ্ছিল।আর সেই সময় চালক গাড়িটিকে চালিয়ে ওপরের দিকে আনার চেষ্টা করেন।কিন্তু বোল্ডার বোঝাই লরিটির চাকা কাদামাটিতে পিছলে যায়।এর ফলে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।গাড়িটি পাশে থাকা নয়নজুলিতে উলটে যায়। তার নিচে চাপা পড়েন খালাসি।আর এর ফলে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে চম্পট দেয় চালক।পরে স্থানীয়রা তা দেখতে পান।খবর যায় বেলদা থানাতে।পরে পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় খালাসিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেলদা গ্রামীন হসপিটালে।চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।সূত্রের খবর গাড়িটি কেশিয়াড়ি থানা এলাকার খাজরার কোনো এক মালিকের বলে জানা গেছে।পুলিশ ইতিমধ্যেই গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে।তবে স্থানীয় মানুষের অভিযোগ রাস্তা দিয়ে ধান কাটার গাড়িগুলি অবাধে যাতায়াত করায় বৃষ্টির ফলে কাদামাটি পিচ রাস্তায় লেগে গিয়ে রাস্তাগুলি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। আগামী দিনে রাস্তাগুলিতে এভাবে কাদা লেগে থাকলে আরও দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি এলাকাবাসীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here