ইমামদের হাতে ফুল ও ঈদের শুভেচ্ছা বার্তা।

0
241

আবদুল হাই,বাঁকুড়া:- বিশ্বের সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ দেশ ভারত বর্ষ, এখানে প্রত্যেক ধর্মের মানুষ সমান মর্যাদায় বসবাস করে হিন্দু হোক বা মুসলিম, খ্রিস্টান বা জৈন, বৌদ্ধ বা মারাঠি, ভারতবর্ষের মানুষ জানে সকল ধর্মের অনুষ্ঠান কে নিজের ধর্মের অনুষ্ঠানের মতো করে নিয়ে চলতে, যেমন 1জানুয়ারি ইংরেজদের বর্ষপূর্তি হলেও আপামর ভারতবর্ষে মেতে ওঠে ওই অনুষ্ঠানে, কিংবা 25 শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের মানুষের অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে মেতে ওঠে ভারতবর্ষের আট থেকে আশি সকলেই।  বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায়ও দেখা যায় সম্প্রীতির মেলবন্ধন । এমনকি মুসলিম সম্প্রদায়ের ঈদের উৎসবেও দেখা যায় সম্প্রীতির মেলবন্ধন । কবির ভাষায় এক কথায় বলা চলে “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান” । একইভাবে আজ আরও একবার সেই সম্প্রীতির মেলবন্ধন এর চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়, পম্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুপ্রেরণায় বাঁকুড়া জেলা ইন্দাস থানা পুলিশের পরিচালনায় ইন্দাস ব্লকের ৬৫ টি মসজিদের ইমামদের হাতে ফুল ঈদের শুভেচ্ছা বার্তা এমনকি ইফতারের জন্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল, বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ।
আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন CI সোনামুখী গৌতম তালুকদার । ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল, এবং ইন্দাস থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা । পুলিশের এহেন কর্মকান্ডে খুশি এলাকার সাধারণ মানুষ, সকলের মুখে একটাই কথা, পুলিশ শুধু করা হাতে দমনের জন্যই নয় খুশির দিনে দুর্দশার দিনে সাধারণ মানুষের ফেরেস্তা হয়ে ওর সামনে রয়েছে আমাদের, আমরা রাতে পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুমাই শুধুমাত্র এই পুলিশ কর্মীদের জন্যই । দেশের সমস্ত পুলিশ কর্মীদের স্যালুট জানাই আমাদের সাংবাদিক দের পক্ষ থেকেও, তাদের জন্যও রইল ঈদের শুভেচ্ছা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here