শেষ হলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক সমিতির ষষ্ঠ রাজ্য সম্মেলন।

0
191

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জোরদার আন্দোলন গড়ে তুলে আরো বেশি করে কর্মচারীদের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক সমিতির ষষ্ঠ রাজ্য সম্মেলন। রবিবার সম্মেলনের দ্বিতীয় দিনে মে দিবসের রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে মে দিবসের তাৎপর্য আজকের দিনে এর প্রাসঙ্গিকতা তোর সঙ্গে আলোচনা করেন জেলা ১২ ই জুলাই কমিটির অন্যতম কনভেনার বাণীব্রত সাহা। দু’দিনব্যাপী চলা এই সম্মেলনে উপস্থিত ২০০ জন প্রতিনিধি মধ্যে ১৯ জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সহ-সম্পাদক কৃষ্ণ সাহার সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সময়মতো ট্রেন জলপাইগুড়ি এসেনা পৌঁছনোয়। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ তিনি তাঁর বক্তব্য পেশ করেন। আক্রান্ত আমরা সংগঠনের নেতৃত্ব অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র কিভাবে গোটা রাজ্যের মানবাধিকার লংঘন ও প্রতিবাদের কণ্ঠরোধ করার প্রক্রিয়া রাষ্ট্রীয় উদ্যোগে চলছে তা বর্ণনা করেন তার বক্তব্যে। অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেন সামান্য কার্টুন শেয়ার করাকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর তার ওপর আক্রমণ নামিয়ে এনেছিলেন তার থেকে শিক্ষা নিয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকারবদ্ধ হয়ে আক্রান্ত আমরা সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বারংবার দরবার করেও কোন ফল হয়নি। শুধু প্রতিশ্রুতি সার তাই অধিকার বুঝে নিতে রাস্তাই একমাত্র রাস্তা আর সে রাস্তায় সঙ্গবদ্ধ হয়ে লড়াই করলে জয় ছিনিয়ে আনা সম্ভব। সম্মেলনের শেষ লগ্নে প্রণব রায় সভাপতি, দেবাশীষ দেব সম্পাদক ও অমল দেবনাথকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে সর্বসম্মতিক্রমে ৪৭ জনের কেন্দ্রীয় কমিটি ও ২১ জনের সম্পাদকমন্ডলী গঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here