তিন মাস নিখোঁজ থাকার পর সংবাদমাধ্যমের খবর দেখে মাকে ফিরে পেলো তার ছেলে ও মেয়ে, খুশির পরিবেশ ঘাটালে।

0
268

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে রাজ্য সড়কের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ এমনই খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে তারপর সেই খবর সংবাদ মাধ্যমে পড়ার পরে পুলিশের তৎপরতায় প্রায় তিন মাস পর নিজের নিখোঁজ মাকে ফিরে পেল তার ছেলে।
জানা যায় কয়েক দিন আগেই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে মাঝে ভরদুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের বরদার চৌকন এলাকা থেকে এক ভবঘুরে অজ্ঞাত পরিচয় হীন মহিলাকে অসুস্থ অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশ, আর পুলিশে এই মানবিককতার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হয় । আর সেই খবর দেখে নিজের নিখোঁজ মাকে ফিরিয়ে নিয়ে গেল তার ছেলে ও পরিবারের সদস্যরা। জানা যায় আঙ্গুরবালা ভৌমিক পাঁশকুড়া থানার বৃন্দাবনচক এলাকার বাসিন্দা । প্রায় তিন মাস আগে হঠাৎ করেই বাড়ি থেকে মানসিক অবসাদগ্রস্ত মহিলা নিরুদ্দেশ হয়ে যায়, দীর্ঘ এক মাস ধরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও একপ্রকার আশাই ছেড়ে দিয়েছিল তার ছেলে শ্রীমন্ত ভৌমিক ও মেয়ে অনিমা মন্ডল সহ সকলেই,ভেবেছিলেন তাদের মা হয়তো আর জীবিত নেই কিন্তু আজ তারা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারে পুলিশের মানবিকতার পরিচয়,এক ভবঘুরে মহিলাকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে,তারপর সিমন্ত ও তার পরিবারের সদস্যরা তার মাকে চিনতে পেরে ঘাটাল থানায় এসে পুলিশের সহযোগিতায় তার মাকে তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া সর্বত্রই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here