একমাত্র সন্তান বিগত কয়েক মাস ধরে ভুগছে দুরারোগ্য ব্যধিতে তারপরও অর্থের অভাবে বাবা মা পরিবার অসহায়।

0
242

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাবা মায়ের কাছের তার সন্তান সবচেয়ে কাছে এবং যখন সেই সন্তানের সামান্যতম আঘাত লাগে তাতেই তারা ব্যাকুল হয়ে ওঠে । কিন্তু আজকের ঘটনাটি অন্যরকম একমাত্র সন্তান বিগত কয়েক মাস ধরে ভুগছে দুরারোগ্য ব্যধিতে তারপরও অর্থের অভাবে বাবা মা অসহায়। সন্তানের কষ্ট নিবারণের চেষ্টা করেও তা সারিয়ে তুলতে পারছে না তাঁরা, কারণ তার জন্য প্রয়োজন অনেক অর্থের। অর্থের অভাবে আট মাসের একমাত্র সন্তানের চিকিৎসা করাতে না পেরে অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাচ্ছে পরিবার।যদিও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটির হার্টে গুরুতর সমস্যা রয়েছে। উন্নতর চিকিৎসার জন্য তাকে কলকাতা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু দিন আনে দিন খাওয়া পরিবারের পক্ষে বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই উপায় না পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন অসুস্থ মানভি উড়াও এর বাবা শম্ভু উড়াও ও মা অনিমা উড়াও। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের জিরকু লাইনের বাসিন্দা শম্ভু উড়াও পেশায় দিন মজুর। সামান্য উপার্জনে কোনো রকমে পেট চলে তাঁদের।এই অবস্থায় একমাত্র সন্তানের হার্টের সমস্যায় একপ্রকার দিশেহারা তিনি। এমত অবস্থায় সন্তানকে বাঁচাতে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন সকলের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here