ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চারজন ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল বেলপাহাড়ি থানার পুলিশ।

0
344

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় মঙ্গলবার রাতে শিলদা এলাকার ডুমুরকোদা মোড় এ বেশ কয়েকজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চার জন ধরা পড়ে।বাকি ৫/৬জন পালিয়ে যায়। ধৃত চার জনের কাছ থেকে একটি আর্মস এবং ২রাউন্ড অ্যামুনেশন উদ্ধার হয়। তাদের পুলিশ
গ্রেপ্তার করে অস্ত্র আইন ধারায় বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলে। ধৃতরা হলেন সুকুমার দেশওয়ালি, বিজয় কর্মকার, বিষ্ণুপদ দেশওয়ালি, শক্তি মানকি। এদের কে ৩৯৯/৪০২/২৫/ ২৭ অার্মস অ্যাক্ট ধারায় অভিযুক্ত করা হয়। তদন্তকারী অফিসার ঝাড়গ্রাম আদালতে এদের সাত দিন পুলিশ রিমান্ডে চাইলে ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত চার জনকে ৩দিনে পুলিশিহেফাজতে রাখার নির্দেশ দেয়। বেলপাহাড়ি থানার পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে যারা পালিয়ে গিয়েছে তাদের নাম ও ঠিকানা জানার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ছবি: প্রতীকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here