আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে সপ্তাহে পাঁচ দিন ডেঙ্গু বিরোধী অভিযান চালানো হয় শহরের বিভিন্ন এলাকায়।

0
300

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রতি বছর ডেঙ্গু নিয়ে বেশ ভালোই ভুগতে হয় আলিপুরদুয়ার জেলাকে। বিগত বছর গুলোতে বেশ কিছু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এই জেলার বিভিন্ন এলাকায়। তার পরেও সরকারি দফতরে যে সচেতনতা নেই, তা আবারও প্রকট হল পুরসভার অভিযানে। আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে সপ্তাহে পাঁচ দিন ডেঙ্গু বিরোধী অভিযান চালানো হয় শহরের বিভিন্ন এলাকায়। শুক্রবার সকালে সেই অভিযানে আলিপুরদুয়ারে স্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপোতে গিয়ে দেখা গেল মারাত্মক অসচেতনতার ছবি। ডিপোর আনাচে কানাচে জমে রয়েছে গাড়ির বাতিল টায়ার। আর সেই টায়ারে দীর্ঘদিন ধরে জমে আছে জল। যা থেকে ডেঙ্গুর লার্ভা জন্ম নেবার এবং শহরে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি থেকেই যাচ্ছে। যদিও আলিপুরদুয়ার ডিপোর কর্মীর বক্তব্য, বাতিল টায়ার গুলো সব পাঠানো হচ্ছে। ডিপো পরিষ্কার রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here