হাঁসখালি থেকে ময়নাগুড়ি রাজ্যজুড়ে ঘটে চলা নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল জেলা বামফ্রন্ট।

0
321

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- হাঁসখালি থেকে ময়নাগুড়ি রাজ্যজুড়ে ঘটে চলা নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল জেলা বামফ্রন্ট। জেলা বামফ্রন্ট কার্যালয় ডিবিসি রোড সুবোধ সেন ভবন থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে শহরের প্রাণকেন্দ্র কদম তলায় এসে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা কৌশিক ভট্টাচার্য্য, শক্তি গোস্বামী, ফরওয়ার্ড ব্লক দলের পক্ষে কমল গোস্বামী, আর এস পি নেতা পরিতোষ ঘোষ সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান হাঁসখালি থেকে ময়নাগুড়ি প্রতিদিন রাজ্যে নারী ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে অথচ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এর সাথে প্রেম পিরিতির সম্পর্ক খুঁজে বের করে ছোট ঘটনা করছেন ময়নাগুড়ি নির্যাতিতা কিশোরীর পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে যদি পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করত তবে হয়তো কিশোরীকে আত্মহননের পথ বেছে নিতে হতো না। সমস্ত নারী নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here