ডিজিটাল ইন্ডিয়ায় গ্রাম্য স্কুল গুলিকে এগিয়ে নিয়ে যেতে ডিজিটাল বোর্ড সহ নানান সামগ্রী প্রদান ।

0
268

নদিয়া, নিজস্ব সংবাদদাতা: – যেখানে সারা দেশ ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগিয়ে চলেছে সেখানে কোথাও যেন আটকে পরেছে গ্রাম্য এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলি । তাই সেই স্কুল গুলিও যাতে সারা দেশের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারে সেই জন্য নদিয়ার কালী নারায়ন পুরের বাসিন্দা ব্যবসায়ী শুভ্রকান্তি নাগ কালিনারায়ন পুর সহ পাশ্ববর্তী আরো কয়েকটি স্কুলে ডিজিটাল বোর্ড সহ আরো নানা রকম সামগ্রী প্রদান করেন । এছারাও পাঠ্য বই ছারাও সেই তালিকায় ছিল ছাত্রদের জ্ঞানের ভান্ডার ভরানোর মতো কিছু বই । স্কুলের শিক্ষকরা জানান আমরা খুবই খুশি এই সব জিনিস পেয়ে অনেক দিন ছাত্ররা কোরোনার মধ্যে স্কুলে আসতে পারেনি আর এখনও স্বাভাবিক হয় সব বাচ্চাদের মন তবে এই ডিজিটাল বোর্ডে যদি তাদের পরানো হয় তবে আরো বেশি আগ্রহ বারবে স্কুলের ছাত্র ছাত্রীদের । সেই জন্য ধন্যবাদ জানিয়েছেন শুভ্রকান্তি বাবুকে ।
শুভ্রকান্তি বাবু জানান শুধু আজ নয় এই রকম কাজ এর আগেও অনেক করেছেন তবে আজ তাদের একমাত্র কন্যার জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে আরো বেশি করে এগুলো করা । যাতে আরো বেশি করে পরাশুনায় আগ্রহ বারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here