বট ও পাকুড় গাছের এক সাথে জন্ম তুলসী থানের উপরে সেই গাছের বিয়ে দিলেন এক ব্যাক্তি।

0
628

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বট ও পাকুড় গাছের এক সাথে জন্ম তুলসী থানের উপরে সেই গাছের বিয়ে দিলেন এক ব্যাক্তি।হবিবপুর ব্লকের আইহো লালচাঁদপুর এলাকায় দুলাল হালদারের বাড়িতে প্রায় দশ বছর আগে তাদের বাড়ির উঠানে তুলসী থানে বট পাকুড় গাছের একসাথে জন্ম হয়। পুরান রীতি মেনে শুক্রবার বিয়েতে মাতলো দুলাল বাু ও গ্রামের লোকেরা বিয়ের রীতি মেনে বাজনা বাজিয়ে সাধারণ মানুষের বিয়ের মতো করে পুরোহিত ডেকে বট পাকুড় গাছের বিয়ে দিলেন। এদিন এই বিয়ের আয়োজনে কোন কমতি ছিল না। গান বাজনা বাজিয়ে নদীতে জল ভরা থেকে শুরু করে হলুদ, ধান কুটা, হিন্দু শাস্ত্রের সমস্ত বিধি অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ করা হয়। বট গাছকে পুরুষ ও পাকুড় গাছকে নারী হিসাবে ধরা হয়। ছেলের অভিভাবক হিসেবে ছিলেন নরহরি হালদার এবং মেয়ে পক্ষ অভিভাবক হিসেবে ছিলেন দুলাল হালদার। পুরোহিতের মন্ত্র দারা সম্পূর্ণ হয় এই বিয়ে। আইহো বক্সিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে কালী মন্দিরের পাশে বিয়ে দেওয়া হয় এবং গাছ কে স্থাপন করা হয়। বিয়ের অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রামবাসীদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এমন বিয়ে দেখতে দুর দুরন্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here