মহকুমা আদালত চত্বরে হুলুস্থুল কাণ্ড,ইঁট হাতে দাঁড়িয়ে রয়েছে এক যুবক,ঘাটাল মহকুমা আদালত চত্বরের ঘটনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মহকুমা আদালত চত্বরে হুলুস্থুল কাণ্ড,ইঁট হাতে দাঁড়িয়ে রয়েছে এক যুবক অতিরিক্ত দায়রা আদালতের বিচারক কে মারবেন তিনি এমনি দাবি তার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা আদালত চত্বরে, আদালত চত্বরে পড়ে হুলুস্থুল কাণ্ড, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ এসে ওই যুবকে গ্রেপ্তার করে।
ধৃতকে শনিবার তোলা হয়েছে ঘাটাল আদালতে। জানাযায় শুক্রবার আদালত চত্বরে বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে এক যুবকে নজর কাড়ে আদালত চত্বরে আইনজীবীদের, তারা দেখেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এর প্রধান গেটের সামনে মোটরবাইক আটকে রেখেছে এক যুবক। ডিস্ট্রিক্ট জাজের প্রধান গেট কেন মোটরবাইক দাঁড় করিয়ে আটকানো রয়েছে, তখনই নজরে আসে লম্বা-চওড়া ফর্সা হাফ শার্ট গেঞ্জি পরা এক যুবক হাতে রয়েছে একটি বড় ইঁট। আদালতের আইনজীবীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে যুবকের দাবি তিনি এই ইঁট দিয়ে মারবেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সঞ্জয় শর্মা কে!আর এই ঘটনায় জানাজানি হতেই আইনজীবী থেকে শুরু করে বিচারকরা সকলে দ্রুত ফোন করে ঘাটাল থানায়। খবর পেয়ে দ্রুত ঘাটাল থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। ধৃতকে আজ তোলা হচ্ছে ঘাটাল আদালতে। পুলিশ জানায় ধৃত যুবকের নাম প্রিয়রঞ্জন বসু, চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌর এলাকার বাসিন্দা সে। যদিও ইতিমধ্যে ৩০৭,৩৫৩,১৮৬,৩৪১/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ওই ধৃত যুবকের বিরুদ্ধে। এখন দেখার আদালত কি রায় দেয় এই যুবকের বিরুদ্ধে। পুলিশ সুত্রে খবর স্ত্রী সাথে বিবাহ বিচ্ছেদের মামলা হয় সেই মামলায় ওডার কপি না পাওয়ার জন্য এই ঘটনা ঘটায় যুবক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *