বাসযাত্রী প্রতীক্ষালয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হাত লাগালো ইন্দাস থানার পুলিশ।

0
288

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস থানার পুলিশের অন্য রূপ দেখা গেল। বিরলতম ঘটনা বললেই চলে। ইন্দাস থানার কর্তব্যরত গাড়ি প্রতিদিনের মতো এলাকায় ডিউটির জন্য বের হয়।ইন্দাস থানার মেজ বাবু কৃষ্ণকান্ত ব্যানার্জি লক্ষ্য করেন বাস ধরার জন্য বেশকিছু বাসযাত্রী গাছের তলায় অপেক্ষা করছেন, বাস প্রতীক্ষালয় থাকতেও কি কারনে প্রচন্ড রোদের মধ্যে গাছের তলায় অপেক্ষা করছেন বাসযাত্রীরা জানতে চাইলে , বাস যাত্রীরা জানান , বাস প্রতীক্ষালয় গুলি দীর্ঘদিন পরিষ্কার না থাকায় বসার অযোগ্য হয়ে পড়েছে, রোদ-বৃষ্টিতে তাই গাছতলাতেই আশ্রয় নিতে হয়, এরপর তড়িঘড়ি বেশ কিছু অফিসার ও সিভিক ভলেন্টিয়ার দের সঙ্গে নিয়ে রোল বাজারের বাস প্রতীক্ষালয় ও বেরঘোষ বাস প্রতীক্ষালয় টি ঝাঁট দিয়ে ফিনাইল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়, এবং আগামী দিনেও যে সমস্ত বাস প্রতীক্ষালয় গুলি অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে সেগুলি পরিষ্কার করা হবে বলে জানানো হয় ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে,
ইন্দাস পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বাসযাত্রীরা,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here