বিশ্ব মাতৃ দিবসে নিজের পৈত্রিক ভিটে ভীমপুর থানার পোড়াগাছা গ্রামে বৃদ্ধাশ্রম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এলাকার ভূমিপুত্র তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

0
260

নদীয়া- ভীমপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিশ্ব মাতৃ দিবসে নিজের পৈত্রিক ভিটে ভীমপুর থানার পোড়াগাছা গ্রামে বৃদ্ধাশ্রম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এলাকার ভূমিপুত্র তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন উজ্জ্বল বিশ্বাস ছাড়া ও উপস্থিত ছিলেন করিমপুর এর বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় 100 জন বৃদ্ধ-বৃদ্ধার থাকার ব্যবস্থা এই বৃদ্ধাশ্রমের থাকবে বলেই মাতৃ দিবসে জানালেন রাজ্যের কারা মন্ত্রী।। নদীয়ার ভীমপুর থানার প্রত্যন্ত গ্রাম পোড়াগাছা অঞ্চলে কোনও বৃদ্ধাশ্রম না থাকায় এলাকার অনেক দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধা খোলা আকাশের নিচে এমনকি রেলস্টেশনে গিয়ে আশ্রয় নিত। সেইসব প্রবীনদের কথা চিন্তা করেই এলাকার ভূমি পুত্রের এই উদ্যোগ। মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পোড়াগাছার অসংখ্য মানুষ। এ বিষয়ে কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, তার পূর্ব পুরুষেরা স্বাধীনতা সংগ্রামী। পূর্বপুরুষ দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহের অন্যতম সৈনিক ছিলেন। পাশাপাশি বসন্ত কুমার বিশ্বাস স্বাধীনতা সংগ্রামী। ইংরেজরা থাকে আটক করে ফাঁসি সাজা দেয়। সেই কারণেই তিনি স্বাধীনতা সংগ্রামীর পবিত্র জন্ম মিটাতে এই মহৎ উদ্যোগ নিয়েছেন। যেহেতু আজ বিশ্ব মাতৃ দিবস সেই কারণেই এই দিনটিতে ভিত্তি স্থাপন করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here