ক্রমশ ঘনীভূত হয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি,সকাল থেকেই শুরু হয়েছে জেলার একাধিক জায়গায় বৃষ্টিপাত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শক্তি বাড়িয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। সোমবার সকাল থেকেই যার প্রভাব জেলাজুড়ে পড়তে শুরু করেছে।সকাল থেকেই আকাশের মুখ ভার পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত।তবে হলদিয়া উপকূল রক্ষা বাহিবীর পক্ষ থেকে মৎস্যজীবিরা যাতে মাছ ধরতে না যায় সে বিষয়ে প্রচার করা হয়। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে সদাসতর্ক রয়েছে। অন্যদিকে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম, এরই মাঝে সাধারণ মানুষকে সতর্ক করতে তৎপর রয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *