একাধিক দাবি-দাওয়া নিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের।

0
281

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  একাধিক দাবি-দাওয়া নিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের।
নয় মাসের বকেয়া বেতন, স্থায়ীকরণ সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের। এদিন নদীয়ার কৃষ্ণনগর জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। নদীয়া জেলার একাধিক সরকারি উচ্চ বিদ্যালয় গুলিতে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক শিক্ষিকা রাখা হয়েছে। বেশ কয়েক বছর ধরে তারা কাজ করে আসছে। অভিযোগ গত 9 মাসের বেতন বিভিন্ন কারণে তাদের দেওয়া হয়নি। শুধু তাই নয় স্কুলের ছাত্র-ছাত্রীদের তারা দায়িত্ব নিয়ে কম্পিউটার শিক্ষা দেয়া আছে। এছাড়া বিভিন্ন বিষয়ক তারা নিয়মিত কাজ করছে। কিন্তু এখনও তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই। শুধু কম্পিউটার শিক্ষা নয় অন্যান্য অনেক সময় তাদের দিয়ে করানো হয়। একদিকে বকেয়া বেতন অন্যদিকে অল্প অর্থের বিনিময়ে তাদের কাজ করতে হয়। এবার নিজেদের স্থায়ীকরণের দাবিতে জেলা শিক্ষা দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ নামল তারা। এ বিষয়ে শিক্ষক শিক্ষিকা সংগঠনের এক সদস্য আশিস বিশ্বাস বলেন, স্থায়ীকরণ সহ পোর্টালের নাম নথিভুক্ত এবং 60 বছরে যাতে আমাদের কর্ম নিশ্চয়তা হয় সে বিষয়ে নিশ্চিত করতে হবে শিক্ষা দপ্তর কে। তাদের দাবি না মানা হলে আগামী দিনে বড়োসড়ো আন্দোলনের হুশিয়ারি দিয়েছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here