পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি আয়োজিত হল দাঁতন দু নম্বর ব্লকের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।মূলত রাজ্য সরকারের পাড়ায় সমাধান কর্মসূচির মতন জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি থানার বুথ স্তরে এলাকাবাসীদের সঙ্গে নিবিড় সংযোগ ও সমস্যার সমাধানের লক্ষ্যে এই সংযোগ ও সমাধান কর্মসূচির আয়োজন।জেলার থানা এলাকাগুলিতে যে সকল সমস্যাগুলি মূলত আলাপ আলোচনা ও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে থানায় সমাধান করা যেতে পারে সেই সকল সমস্যাগুলিকে পাড়ার বুথ স্তরে সমাধান করার লক্ষ্যে এবং মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করার লক্ষ্যে এই জনসংযোগ ও সমাধান কর্মসূচির আয়োজন।সেইমতো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে থানা এলাকার দাঁতন দু নম্বর ব্লকের সাবড়ার রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়।যেখানে জোড়াগেড়িয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর দেবনাথ ও ফাঁড়ির অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এলাকার মানুষের অভাব অভিযোগ এবং তার সমস্যার সমাধান করা হয়।আর এই ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসীরাও।
জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে॥

Leave a Reply