নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –ভাঙ্গন রুখতে তৎপর সেচ দপ্তর তার মাঝে উঠে এলো অভিযোগ নিম্নমানের কাজের।এলাকাবাসী দাবি স্থায়ী নদীর পাড় বাঁধানোর কাজের অভিযোগ,মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বারুইপাড়ায় টাঙ্গন নদীর ভাঙ্গন শুরু হয় ২০১৭ সাল থেকে ভাঙ্গন আজও থামেনি আতঙ্কে। বর্ষা নামতেই আতঙ্ক বাড়তে থাকে। গত বছর সাতটি বাড়ির ভয়াবহ অবস্থা হয়েছিল। প্রবল বৃষ্টির জেরে সাতটি বাড়ির মধ্যে দুটি বাড়ির অর্ধেক অংশ ধসে পড়েছিলো।সে বছর অস্থায়ী ভাবে নদীর পাড় বাঁধা কাজ করাহয় বর্ষা নামতেই আবারও শুরু ধর্ষ এবছর আবার নতুন করে নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়। এলাকায়বাসী অভিযোগ নিম্নমানের জিনিস দিয়ে নদী পাড় বাঁধানোর কাজ চলছে।
এবিষয়ে আইহো গ্রামপঞ্চায়েত সদস্য অমৃত হালদার বলেন নদী পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে বারুই পাড়ায়, এলাকাবাসী অভিযোগ পাথর দিয়ে কাজ হওয়ার কথা থাকলেও বালির বস্তা দিয়ে কাজ করা হছে বলে অভিযোগ এর আগেও বালির বস্তা দিয়ে কাজ করা হয়েছিল কিন্তু নদীর পাড় থামেনি ধর্ষ নেমে যায়। থামানো যায়নি গ্রামবাসী দাবি একেবারে স্থায়ী কাজ করা হোক ।
Leave a Reply