নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঝটিকা সফরে এসে নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতাল ছাড়াও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের বিধায়ক তথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ড: নির্মল মাঝি। শুক্রবার দুপুরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল উপস্থিত হয়ে পরিদর্শন করার পর হাসপাতালের পরিকাঠামোগত দিক ছাড়াও স্বাস্থ্যপরিসেবা মুলক বিষয়ে যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পাশাপাশি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও নার্সিং বিভাগে কর্মীর প্রয়োজনীয়তা আছে বলে দাবি করেন তিনি। যদিও এই বিষয়ে ইতিমধ্যেই অতিরিক্ত চিকিৎসক ও নার্সিং স্টাফ এর জন্য বিষয়টি উচ্চতর স্বাস্থ্য আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও এই দিন পরিদর্শনের শেষে জানান ড: নির্মল মাঝি। এছাড়াও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ব্লাড ব্যাংকের স্বচ্ছতার বিষয়টিও তুলে ধরেন তিনি। পাশাপাশি দুপুর গড়িয়ে যাওয়ার পরেও হাসপাতালের আউটডোর উপচে পড়া রোগীদের শৃংখলাবদ্ধ উপস্থিতি দেখে কার্যত খুশি হন তিনি। পাশাপাশি এই দিন হাসপাতলে একটি ডিজিটাল এক্সরে মেশিনের প্রয়োজন রয়েছে, যা শীঘ্রই হাসপাতলে দেওয়া হবে বলেও এই দিন জানান তিনি। এছাড়াও কয়েকটি ওয়ার্ডে বেডের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের সেই বিষয়েও আগামীদিনের বৃদ্ধি করার বিষয়টি ভাবনা চিন্তা করা হবে বলেও এইদিন হাসপাতাল পরিদর্শনে এসে জানান ড: নির্মল মাঝি।
ঝটিকা সফরে এসে নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতাল ছাড়াও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের বিধায়ক তথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ড: নির্মল মাঝি।

Leave a Reply