ঝাড়্গ্রাম রাজ কলেজ হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের মহড়া।

0
317

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :-  আগামী 18ই মে বুধবার ঝাড়গ্রামে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মেদিনীপুর থেকে হেলিকপ্টারে ঝাড়গ্রাম আসবেন । ঝাড়গ্রাম রাজ কলেজ হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে ।সেখান থেকে সড়ক পথে তিনি বুধবার বিকালে যাবেন ঝাড়গ্রাম স্টেডিয়ামে ।সেখানে তিনি ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠক করবেন। এরপর 18 ই মে ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে মুখ্যমন্ত্রী রাত্রি বাস করবেন। উনিশে মে বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করে তিনি ফের হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন। তাই সোমবার ঝাড়্গ্রাম রাজ কলেজ হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের মহড়া হয়। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের মহড়ার সময় হেলিপ্যাড ময়দানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা এবং ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিত সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। হেলিকপ্টার দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন । তাই এখন থেকেই ঝাড়গ্রাম রাজ কলেজ হেলিপ্যাড ময়দানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। সেই সঙ্গে ঝাড়গ্রাম শহর কে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম শহরে প্রবেশের প্রতিটি পথে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নাকা চেকিংয়ের কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম শহর নির্বিঘ্নে করার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ঝাড়গ্রাম জেলার গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে স্বাগত জানিয়ে একাধিক তোরন তৈরি করা হয়েছে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায়। তাই মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের প্রস্তুতি চলছে জোর কদমে বলে ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের এক আধিকারিক জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here