নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে পুলিশের হামলার প্রতিবাদে আজ বাঁকুড়ার কেরানীবাঁধে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। বিজেপির বিক্ষোভকারীদের দাবি পুলিশ সংবিধান অনুযায়ী কাজ না করে তৃনমূলের দলদাস হিসাবে কাজ করছে। তৃনমূলের নির্দেশেই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর চালানো হয়েছে। অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করা না হলে আগামীদিনে পুলিশ সুপারের দফতর ঘেরাও সহ জেলার প্রতিটি থানায় বিক্ষোভ সহ আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিজেপি কর্মীরা।
Leave a Reply