পথ দুর্ঘটনা ও অপরাধ মূলক কাজ রুখতে আরো বেশি সক্রিয় সোনামুখী পাত্রসায়র ও ইন্দাস পুলিশ প্রশাসন ।

0
279

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা পুলিশ ধারাবাহিকভাবে ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” নিয়ে প্রচার চালাচ্ছেন কিন্তু তারপরেও একশ্রেণীর সবজান্তা সাধারন মানুষ কোনমতেই সচেতন হচ্ছেন না যার কারণে ঘটছে প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা । সে কারণেই এবার পথদুর্ঘটনা রুখতে এবং অপরাধমূলক কাজকর্ম বন্ধ করতে আরো বেশি সক্রিয় হলো বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন । বাঁকুড়া জেলা পুলিশের নির্দেশমতো সোনামুখী থানার আইসি সূর্য দীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে সোনামুখীর নাইফেলা এলাকায় মঙ্গলবার সোনামুখী পুলিশ প্রশাসন সমস্ত ধরনের যানবাহনের উপর কড়া নজরদারি চালালেন । যে সমস্ত সাধারণ মানুষরা দু চাকা চার চাকা ও পণ্যবাহী গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন তাদের বৈধ কাগজপত্র রয়েছে কিনা ড্রাইভারি লাইসেন্স রয়েছে কিনা প্রত্যেকেই সিট বেল্ট ব্যবহার করছেন কিনা পাশাপাশি বাইক আরোহীরা হেলমেট পড়ে গাড়ি চালাচ্ছেন কিনা তার ওপর নজর দেওয়া হয় । কোথাও কোনো গাফিলতি থাকলে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং সরকারি নিয়ম অনুযায়ী ফাইন করা হচ্ছে । পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ । এর ফলে সচেতন হবেন সাধারণ মানুষ ফলে কমবে পথদুর্ঘটনা ও অপরাধমূলক কাজকর্ম । এছাড়াও পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পাল ও ইন্দাস থানার ওসির নেতৃত্বে একই কর্মসূচি পালন করা হয় ।
আশরাফুল শেখ নামে এক ব্যক্তি জানান , পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এর ফলে সাধারণ মানুষ আরো বেশি সচেতন হবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here