পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতে আচমকা ঝড় বৃষ্টির সহ ব্যাপক বজ্রপাত হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় ।
রাতে আচমকা এক ঝড়ের দাপটে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পঞ্চমদুর্গা, কেশাপাট, নস্করদিঘী, মাইসোরা, বাজু গ্রাম সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।
পঞ্চম দুর্গা এলাকায় বেশ কয়েকটি বাড়ির ছাদের চাল উড়ে যায়, ভেঙে পড়ে অ্যাসবেস্টস, গাছ ভেঙে পড়ে বাড়ির ওপর। অন্যের বাড়ীর চাল উড়ে এসে পাশের বাড়ির পাশে এসে পড়ে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছ ভেঙে পড়ে , হাইটেনশন বিদ্যুৎ এর তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ে, ছিঁড়ে পড়ে বিদ্যুৎতের তার। যার ফলে এলাকা বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রয়েছে ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য তৎপর হয়ে পড়েছে,এই বিষয়ে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হানিফ মহম্মদ জানান যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাঁরা আবেদন করুক আবেদনের ভিত্তিতে ক্ষতি পূরণ পাবে তাঁরা।
মাত্র ১৫ মিনিটের ঝড়ের দাপটে লন্ডভন্ড পাঁশকুড়া, ক্ষয়ক্ষতির পরিমাণ একাধিক।

Leave a Reply