রাস্তার মাঝে বড়োসড়ো ধ্বস প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে পথচারীরা।

0
307

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পৌরসভার বসানো জলের পাইপ লাইন ফেটে রাস্তার মাঝে বড়োসড়ো ধ্বস। যখন তখন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। ঘটনাটি শান্তিপুর থেকে কালনা ঘাট গামী পশু হাসপাতাল সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গত চার পাঁচ দিন আগে রাস্তার নীচে দিয়ে যাওয়া পৌরসভার বসানোর জলের পাইপ লাইন ফেটে যায়, এরপরে রাস্তার মাঝেই বড়োসড়ো ধ্বস নামে। প্রতিদিনই এই রাস্তা দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে, এই ধ্বসের কারণে যখন তখন ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় থেকে শুরু করে যানবাহন চালকরা। যদিও এই ঘটনায় এলাকার স্থানীয় মানুষ শান্তিপুর পৌরসভা কে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি বলেও অভিযোগ শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে। যদিও প্রাথমিকভাবে ওই ধ্বস অংশটুকু শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় ব্যারিকেট। মঙ্গলবার সকালে এই ঘটনায় এলাকার স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন, এছাড়াও বেশ খানিকটা সময় রাস্তার উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। স্থানীয়দের দাবি, অবিলম্বে শান্তিপুর পৌরসভা বিষয়টি নজরে না আনলে যখন-তখন বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা। এই ঘটনায় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, ওই রাস্তাটি পি ডাবলু ডির তত্ত্বাবধানে। যদিও পৌরসভার এলাকার মধ্যে পড়ে, শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে পি ডাবলু ডিকে চিঠি করে জানানো হবে। তারপর আমরাও চেষ্টা করছি যাতে বিষয়টি প্রাথমিকভাবে দ্রুত ঠিক করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here