বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গতকাল বৈকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত মজুরা গ্ৰামে বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। চাষের কাজ করে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মিহির ঘোষ, বয়স ৪৫ বছর। চাষের কাজে মাঠে গিয়েছিলেন, মেঘ দেখে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শী এক চাষি বাড়ির লোকজনকে খবর দেন। ঘটনাস্থল থেকে মিহির ঘোষকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে খয়রাশোল থানার ভীমগড়ে কালবৈশাখীর তান্ডবে গাছ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির এবং আহত দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে খয়রাশোল থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম উজ্জল বাদ্যকর, বয়স ৪২ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড় বৃষ্টি দেখে গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন উজ্জল বাদ্যকর। হঠাৎ কালবৈশাখীর তান্ডবে গাছটি মাটি থেকে উপড়ে পড়ে। গাছের তলায় চাপা পড়ে মৃত্যু হয় উজ্জল বাদ্যকরের। ঘটনাস্থলে পৌঁছে খয়রাশোল থানার পুলিশ জেসিপি লাগিয়ে দেহ উদ্ধার করে। তারপর নিয়ে আসা হয় দুবরাজপুর গ্রামীন হাসপাতালে। সেখানে দুবরাজপুর থানার পুলিশ এসে দেহ দুটি ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটী হাসপাতালে পাঠায়।
Leave a Reply