খড়গপুর শহরে চুরি ছিনতাই,ইভটিজিং দমন করার জন্য পুলিশের পক্ষ থেকে গঠন করা হলো উইনার টিম।

0
262

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দিনের-পর-দিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে মহিলাদের গলার চেইন,মোবাইল ফোন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। এসব ঘটনার দমনের লক্ষ্যে খড়গপুর টাউন থানার পুলিশের উদ্যোগে গঠন করা হলো একটি টিম। টিমের নাম উইনার। ১৬ জন মহিলা পুলিশদের নিয়ে বানানো হয়েছে এই টিম। মূলত এই টিমের কাজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খড়গপুর শহর জুড়ে স্কুটারে করে টহল দেওয়া। চুরি-ছিনতাই, ইভটিজিং দমন করার জন্য এই টিম গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গতকাল হঠাৎ শুক্রবার রাতে খড়্গপুর শহরজুড়ে টহল দিতে দেখা যায় এই টিমকে। তবে পুলিশের এই উদ্যোগের অনেকটাই চুরি ছিনতাই এর মত ঘটনা কমবে খড়গপুর শহরজুড়ে সেটাই মনে করছে সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here