দীর্ঘদিনের দাবি পূরণ , ব্রিজ নতুন তৈরি হওয়ায় খুশির হাওয়া এলাকাজুড়ে।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের দেশরা এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল কোতুলপুর কামারপুকুর যাওয়ার মাঝে দেশরা সন্নিকটে ব্রিজটি বর্ষা এলেই মরণ ব্রিজে পরিণত হতো তাই এলাকার মানুষ পঞ্চায়েতের কাছে বারে বারে আবেদন জানিয়ে আসছিল ওই ব্রিজ টি নতুন করে তৈরি করা হোক। কারণ বর্ষা এলেই পারাপারের অযোগ্য হয়ে উঠত ওই সেতু ।কোন অসুস্থ ব্যক্তি কিংবা ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারতো না। বর্ষা এলেই ওই সেতুটির এতটাই খারাপ অবস্থা এবং নিচু থাকায় ছিল যার ওপর দিয়ে এক কোমর পর্যন্ত জল বইতো। তাই এলাকার মানুষ এই ব্রিজটি তৈরীর দাবি জানিয়েছিল। পঞ্চায়েত সেই মোতাবেক উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন রেখে আসছিল সেই আবেদনে সাড়া দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ব্রিজ তৈরির কাজ ।কিন্তু এলাকার মানুষের এখনো আতঙ্ক কাটেনি যে বৃষ্টি আসার আগে সম্পূর্ণ হবেতো ? না বিগত দিনের ঘটনাকে আবার মনে করাবে? পঞ্চায়েতের উপপ্রধান থেকে ইঞ্জিনিয়াররা তারা জানাচ্ছেন বর্ষার আগেই এই ব্রিজ সুসম্পন্ন হবে কিন্তু সেই আশ্বাস বাণীতে মন ভরছে না এলাকার মানুষদের। তাই এলাকার মানুষের দাবি জানাচ্ছেন ব্রিজটি যেন বর্ষার আগেই সুসম্পন্ন হয় । তাই আমাদের এখন কিছুটা সময় অপেক্ষা করতে হবে বর্ষার আগেই যদি এই ব্রীজ সম্পন্ন হয় তাহলে তো খুবই ভালো আর যদি না হয় তাহলে দেশরা বাসীকে আর ও একটা বর্ষা দুর্ভোগের মধ্যেই কাটাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *