মায়া মন্দির আর্ট একাডেমির পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

0
249

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গত রবিবার বীরভূম জেলার দুবরাজপুরের মায়া মন্দির আর্ট একাডেমির পরিচালনায় অগ্রদূত সংঘে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর সেই দিন বৈকালে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠান স্থগিত রাখেন মায়া মন্দির আর্ট একাডেমির কর্ণধার তথা অঙ্কন প্রশিক্ষক স্বপন দাসবৈষ্ণব ও প্রশিক্ষক তুষার কান্তি মণ্ডল ছাড়া অন্যান্যরা। সেদিন এই অনুষ্ঠানে ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি। ফলে প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে অনুষ্ঠান স্থগিত রাখা হয়। তাই গতকাল সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য, কাউন্সিলর মানিক মুখার্জী, সাগর কুন্ডু, সেঁজুতি সংস্থার কর্ণধার সুমনা চক্রবর্তী সহ আরো অনেকে। এদিন এই অনুষ্ঠানে নৃত্য, কবিতা, আবৃত্তি সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সেরা ১০ জনকে পুরস্কৃত করা হল। এদিন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, মায়া মন্দির আর্ট একাডেমির উদ্যোগে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে এই অঙ্কন প্রতিযোগিতা করানো হল। মায়া মন্দির আর্ট একাডেমি এভাবে এগিয়ে যাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here