জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– ভিনরাজ্যে কাজ করতে গিয়ে জম্মু কাশ্মীরের রাম্বানে ধসে আটকে পড়েছেন ধূপগুড়ির পাঁচ যুবক। শুক্রবার দুপুরের পর জানা যায় তাদের মধ্যে মাগুরমারি ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ভগবানপাড়া এলাকার দুজন। যাদের নাম যাদব রায় ও গৌতম রায়। অন্যদিকে গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের তিনজন। তাদের নাম সুধীর রায়, পরিমল রায় ও দিপক রায়। খবর জানাজানি হতেই চিন্তায় পড়েছেন তাদের পরিবারের সদস্য আত্মীয়স্বজন সহ গ্রামবাসীরা।
এদিকে খবর পাওয়া মাত্র শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়িতে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য, ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রঞ্জন সরকার সহ অনেকে। তারা গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন,” জম্মু- কাশ্মীরের রাম্বানে আটকে রয়েছেন ধূপগুড়ির পাঁচজন। যদিও অফিসিয়াল কোনো রিপোর্ট এখনও আসেনি তথাপি যেটা আশংকা করা হচ্ছে সেটা মর্মান্তিক।যে কারণে আমরা শোনামাত্র সেই পরিবারগুলোর সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। তাদের পরিবারের পাশে আছি।”
তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন,” যদিও এটা রাজনৈতিক বিষয় নয় তবু বলতে বাধ্য হচ্ছি মাননীয়া মুখ্যমন্ত্রী যখন রাজ্যের ১০০ দিনের কাজে গুরুত্ব দিচ্ছেন এবং আমাদের রাজ্য দেশে প্রথম। অথচ ৩ কোটি টাকা আমাদের বকেয়া বাংলায় যেহেতু তৃণমূলের সরকার তাই তারা প্রতিহিংসা করছে।”
এদিকে ধসে আটকে পড়া ৫ যুবকদের পরিবারের সদস্যরা সহ গ্রামবাসী ও আত্মীয়-স্বজনরা চিন্তায় রয়েছেন। সকলেই ভিড় করছেন ভিন রাজ্যে ধসে আটকে পড়া যুবকদের বাড়িতে।
Leave a Reply