উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- সরষের তেলে ভেজাল মেশানোর খবর পেয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শেঠ কলনীতে গণ মিত্রের তেল মিলে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। স্হানীয় থানার সহযোগিতায় এদিন কালিয়াগঞ্জ এর শেঠ কলনির এই মিলে অভিযান চালান । জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার আধিকারিক ও কালিয়াগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে এই অভিযান হয়। অভিযানে মিল থেকে ১৫ টি বিভিন্ন ব্যান্ড এর স্টিকার ,বিভিন্ন কেমিক্যাল, কিছুসরষের তেলের স্যাম্পল টিন ভেজাল সন্দেহে বাজেয়াপ্ত করে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কয়েকজন কে জনকে আটক করেছে। সিল করে দেওয়া হয়েছে তেল মিলটি।এদিন অভিযান চালিয়ে তেল মিলে নানা নামি ব্র্যান্ডের তেলের বোতল উদ্ধার করে পুলিশ। তাতেই ভেজাল মেশানোর সন্দেহ আরও দৃঢ় হয়েছে। এনফোর্সমেন্ট শাখার অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত করা সরষের তেল ভেজাল কি না, তা জানার জন্য নমুনা সরকারি ল্যাবেটরিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। সূত্রে জানা গেছে কম দামি তুষের তেলে একধরনের ঝাঁঝালো রাসায়নিক মিশিয়ে তা খাঁটি সরষের তেল বলে বাজারে বিক্রির একটি চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে কালিয়াগঞ্জে।
প্রচুর পরিমাণে সরষের তেল উৎপাদনের জন্য দেশের দ্বিতীয় কানপুর নামে খ্যাত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ। এই শহর ও গ্রামীণ এলাকায় এখনও শতাধিক সরষের তেল মিল চালু আছে। খাঁটি সরষের তেল উৎপাদনের জন্য বিখ্যাত এই কালিয়াগঞ্জে সময়ের সঙ্গে থাবা বসিয়েছে ভেজাল। এই ভেজাল সরষের তেল আটকাতে জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কালিয়াগঞ্জ থানা মাঝে মাঝে অভিযান চালিয়ে থাকে।
বর্তমানে কালিয়াগঞ্জে সরষের তেলে ভেজাল মেশানোর কারবার একরকম বন্ধ করতে সফল হয়েছে পুলিশ। এদিকে আবারো কালিয়াগঞ্জে কমদামি তুষের তেল সরবরাহ করতে আসা ওয়েল ট্যাংকারের ঢোকা শুরু হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
সম্প্রতি বেশ কিছু তেল মিলে ভেজালের কারবার শুরু হয়েছে খবর কানে যায় পুলিশের। সেই খবরের ভিত্তিতে আজ কালিয়াগঞ্জের শেঠ কলোনি এলাকার একটি তেল কলে হানা দেয় জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সংবাদমাধ্যমের কাছে এই অভিযান প্রসঙ্গে কোন মন্তব্য করতে চায়নি জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার আধিকারিক ।
Leave a Reply