ছাতনা ব্লক এর ছাতনা ১ নম্বর মণ্ডলের এক নতুন মন্ডল কমিটির তালিকা নিয়ে বিতর্কের ঝড় বইছে।

0
233

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গত বিধানসভা ভোটের পর রাজ্য বিজেপি নেতৃত্ব ঘুরে দাঁড়াতে এবং নিজেদের সাংগঠনিক শক্তিকে আবারো মজবুত করতে জেলা তথা বিধানসভার ভিত্তিক মন্ডল স্তর গুলিতে পুনরায় নতুন কার্যকর্তা এবং কমিটি গঠনের জোর দিয়েছে। সেই মোতাবিক ছাতনা বিধানসভার বিভিন্ন মন্ডলের কমিটি গঠন হয়েছে কিছুদিন আগেই। আর এর মধ্যেই ঘটেছে এক বিতর্ক। যেখানে ছাতনা ব্লক এর ছাতনা ১ নম্বর মণ্ডলের এক নতুন মন্ডল কমিটির তালিকা ইতিমধ্যেই বিতর্কের ঝড় বইয়েছে।

গত ২০ may বিজেপি ছাতনা এক নম্বর মণ্ডলের মণ্ডল কমিটির যে নতুন তালিকা তাতে দেখা যায় ঘোষের গ্রাম অঞ্চলের খরবনা এলাকার শৈব্যা মন্ডল নামক এক মহিলা তাকে বিজেপির ছাতনা১ং মন্ডল সেক্রেটারি হিসেবে রাখা হয়। এর পরেই ওঠে বির্তকের ঝড়। স্থানীয় তৃণমূল নেত্বিত্বর দাবি শৈব্যা মন্ডল কয়েক মাস আগেই জেলা সভাপতি এবং জেলা নেত্বিত্বর হাত ধরেই তৃনমুল কংগ্রেস জয়েন্ট করেছে। এই বিষয়ে শৈব্যা মন্ডল সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি কয়েক মাস আগেই বিজেপি ছেড়েছেন। তার সাথে বর্তমানে বিজেপির কোন সম্পর্ক নেই বিজেপি কিভাবে কেন তার নামটি মন্ডল কমিটিতে লিখল তা দেখে তিনিও হতবাক। তার দাবি তিনি কয়েক মাস আগেই বিজেপি ছেড়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক সান্তনু কুন্ডর দাবি শৈবা মন্ডল তৃনমূল কংগ্রেসেই আছে, গত ছয় মাস আগে বিজেপি ছেড়েছেন। অন্যদিকে তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ মন্ডল বিজেপি নেতৃত্ব । বিজেপি ১ নম্বর ছাতনা মন্ডলের সভাপতি সৌরভ মুখার্জির দাবি শৈবা মন্ডল বরাবরই বিজেপি করেন, শৈবা মন্ডলের সঙ্গে যোগাযোগ রেখে সহমত নিয়েই আমাদের কমিটি পেশ করেছি, তৃণমূলের চাপে উনি বক্তব্য পরিবর্তন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here