সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সোমবার মহাসমারোহের পালিত হয়েছিল আন্তর্জাতিক কচ্ছপ দিবস।২৪ ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে উদ্ধার হল আহত এক বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ওলিভ রিডল।মুলত এই সমস্ত ধরনের কচ্ছপ গভীর সমুদ্রে বসবাস করে থাকে।বনদফতর সুত্রে জানা গিয়েছে এদিন সকালে ঝড়খালি জঙ্গল সংলগ্ন এলাকায় ফেন্সিং নেট জাল পরিক্ষা করে দেখছিলেন বনকর্মীরা। সেই সময় ঝড়খালির হেড়োভাঙা জঙ্গল সংলগ্ন নদী ধারে আহত অবস্থায় সাঁতার কাটছিল ওই কচ্ছপটি। বনকর্মীদের নজরে পড়ে।তাঁরা সেটিকে উদ্ধার করে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য।বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে আহত ওই ওলিভ রিডল এর। উদ্ধার হওয়া কচ্ছপটির চিকিৎসা চলছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আগামী দিনে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে। ’
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার।

Leave a Reply