মঙ্গলবার সকালে সড়কপথে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২নং গ্রাম পঞ্চায়েতের ভগবান পাড়ায় এসে পৌঁছেছে মৃত শ্রমিক যাদব রায় ও গৌতম রায়ের নিথর দেহ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জম্মু-কাশ্মীরে টানেল ধ্বসে মৃত্যু হয়েছে ধুপগুড়ির পাঁচজন তরতাজা যুবকের। মঙ্গলবার সকালে সড়কপথে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২নং গ্রাম পঞ্চায়েতের ভগবান পাড়ায় এসে পৌঁছেছে মৃত শ্রমিক যাদব রায় ও গৌতম রায়ের নিথর দেহ। দেহ গ্রামে এসে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজনকে গ্রামবাসীরা। শেষবারের মতো নিজের গ্রামের ছেলেকে দেখতে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ। পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা চাইছে সরকার যাতে পরিবারগুলোর পাশে থাকে। পাশাপাশি আর্থিক সহায়তার দাবি করছেন সকলে।
কান্নায় অসুস্থ হয়ে পড়েছেন পারিবারের কয়েকজন।নদীর এপার ও ওপরে জ্বলছে দুই বন্ধুর চিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *