জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ির ঠাকুরপাঠ মল্লিকসভা এলাকায় নিজের মেয়েকে বাটাম এবং লাঠিসোটা দিয়ে মারধরের পর মেয়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাবাকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হল। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের যুবতী মেয়েকে লাঠি দিয়ে আঘাত করে নিরঞ্জন পাল নামে এক ব্যক্তি। এরপর রক্তাক্ত অবস্থায় ওই যুবতীকে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরে অভিযুক্ত বাবা নিরঞ্জন পাল জঙ্গলে গা-ঢাকা দেন এবং স্থানীয়রা তাকে ধরে নিয়ে দেবপুরি পুলিশের হাতে তুলে দেয়। চিন্তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানোর উদ্দেশ্য নিয়ে যাওয়া হল।
ধূপগুড়ির ঠাকুরপাঠ মল্লিকসভা এলাকায় মেয়েকে বাটাম দিয়ে বেধড়ক মার বাবার, মৃত্যু হয় ললিতা নামে ১৯ বছর বয়সি মেয়ের, অভিযুক্ত বাবাকে ঘটনার পরেই গ্রেফতার করে পুলিশ, শুক্রবার আদালতে তোলা হল।

Leave a Reply