ইফকো কলোল ইউনিটে বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া কারকানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

0
224

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ ইফকো কলোল ইউনিটে বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া কারকানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান ইফকোর সঙ্গে যৌথ উদ্যোগে এলাকার চাষীদের সরাসরি দেখানোর ব্যবস্থা করেছিল ভীমাড়া কেশাতড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। শনিবার বিকেলে তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের করঞ্জবেদিয়া গ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফকোর স্থানীয় সুদীপ্ত দত্ত, ভীমাড়া কেশাতড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার সুশান্ত বারিক সহ অন্যান্যরা।

ইফকোর তরফে জানানো হয়েছে এই ন্যানো ইউরিয়া ব্যবহার করলে পরিবেশ দূষণের মাত্রা যেমন কমবে তেমনি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে ও ফলনও বাড়বে। ইফকোর এই উদ্যোগে খুশী এলাকার কৃষিজীবি মানুষ।

বাইট:
1) সুদীপ্ত দত্ত (ফিল্ড অফিসার, ইফকো)
2) সুশান্ত বারিক (ম্যানেজার, ভীমাড়া কেশাতড়া এস.কে.ইউ.এস)