ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে শান্তি ভারতী পরিষদের পূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন।

0
372

নিজস্ব সংবাদদাতা, মালদা,২৭ সেপ্টেম্বর : ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে শান্তি ভারতী পরিষদের পূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন।
এবছর তাদের পুজো ৬০ বছরের পা দিয়েছে।
পুজোর থিম বারো মাসে তেরো পার্বণ। মাটির কলসির আদলে মন্ডপ।
মঙ্গলবার রাতে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে ধুনুচি নাচের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় পূজা মন্ডপের।
উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ক্লাব কর্তারা।
শহরের অন্যতম বিগ বাজেটের পুজো শান্তি ভারতী পরিষদের।
প্রতিবছর নতুনত্ব কাজের মাধ্যমে দর্শনার্থীদের চমক দেন ক্লাব কর্তারা।
এবছরও মাটির কলসির আদলে তৈরি হয়েছে মন্ডপ। দেবী প্রতিমা সাবেকি।
মন্ডপ উদ্বোধনের পর ঢাকের তালে ধুনুচি নাচে অংশ নেয় মহিলা শিল্পীরা।
দুর্গা প্রতিমা দর্শন করে মন্ডপ পরিদর্শন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here