পাঁশকুড়ার বেগুন বাড়িতে ২৫০ বছরের বেশি পুরানো ঐতিহ্যবাহী কালীপুজো, চলবে ২৬ দিন ধরে, ভক্তদের ভিড়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– ২৫০ বছরের বেশি পুরানো ঐতিহ্যবাহী ১৮ ফুট উচ্চতার কালি পূজা উদযাপন হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বেগুন বাড়ি এলাকায়। জানা গিয়েছে ২৬ দিন ধরে চলবে এই কালী দেবীর আরাধনা।পাউবাঁকি, সরাইঘাট, বেগুনবাড়ি এই তিনটি গ্রামের যৌথ উদ্দোগে চলে আসছে পূজো।দূর দুরান্ত থেকে হাজার হাজার মানুষ নিজেদের মনসকামনা পূরন করতে ও মানসিক পূজা দিতে এখানে আসেন।
গ্রামের মানুষের কাছে আজও ইতিহাস হয়ে রয়েছে এই পূজার বিশেষত্ব। চিরাচরিত নিয়মে বছর বছর এ ভাবেই পূজা হয়ে আসছে কালী মাতার। বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসে অমবস‍্যার দিন শুরু হয় এই পূজো। বহু ভক্তদের কুইন্টাল কুইন্টাল মানসিক বাতাসা লুট হয়। কেউ পুতুল দিয়ে, কেউ বা সোনা দিয়ে বা কেউ ফলের ডালি দিয়ে পূজা দেন। তবে এই পুজোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য টহল দারি দিতে দেখা যায় বিশাল পুলিশ বাহিনী কে,কার্যত এক কথায় বলা যায় এই কালীপুজো কে ঘিরে ২৬ দিন ধরে জম জমাট বেগুন বাড়ি এলাকা। অন্যদিকে পাঁশকুড়া ব্লকের উড়িয়াগড় ও ফতেচক গ্রামের কালীপূজোও ২৫০ বছরে পদার্পণ করল।রবিবার রাতে পূজোর সূচনা হয় । জানা গিয়েছে ২৬ দিন ধরে চলবে কালী দেবীর আরাধনা ও মেলা । দুটি গ্রামের যৌথ উদ্যোগে এই প্রাচীন ফলহারিনী কালী পূজো হয়ে আসছে।কালী পূজোর পাশাপাশি গঙ্গাপূজোরও আয়োজন করা হয়েছে।সবমিলিয়ে রীতিমতো জমজমাট উড়িয়াগড় ও ফতেচক গ্রামের এই পূজো মন্ডপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *