আবদুল হাই, বাঁকুড়াঃ- জঙ্গলমহলের চারটি জেলা যথা ঝাড়গ্রাম,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া তে আদিবাসী নৃত্য একটা বিশেষ সংস্কৃতি। এই আদিবাসী সংস্কৃতির উন্নতি সাধনের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন খোদ মুখ্যমন্ত্রী এবং বারংবার আদিবাসীদের উন্নতি সাধনের জন্য জোরও দিয়েছেন।আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর কর্মী সভা শেষ হবার পর আদিবাসী নৃত্যে পা মেলালেন রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী জোৎস্না মান্ডি। জোৎস্না দেবী জানান মুখ্যমন্ত্রী যে জায়গাতে সভা করেন সেই জায়গার সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করার দরকার এবং মুখ্যমন্ত্রী নিজেও তা পছন্দ করেন।আদিবাসী নৃত্য বাঁকুড়া জেলার একটা অন্যতম সংস্কৃতি তাই পা মেলালেন মন্ত্রী স্বয়ং। আজ মুখ্যমন্ত্রী স্বাগত জানাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা নিজেদের কালচারকে তুলে ধরতে আসে বাঁকুড়া শহরে। সবে মিলে আজ মুখ্যমন্ত্রীর জনসভা বিভিন্ন অলংকার নিয়ে অন্য রুপ ধারন করেছিল তা বলায় বাহুল্য।
বাইট- জোৎস্না মান্ডি( খাদ্য প্রতিমন্ত্রী)
Leave a Reply