পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য স্থায়ী সমিতির প্রায় এক বছর পর মিটিং অনুষ্ঠিত হলো জেলা পরিষদের কক্ষে । জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন
কণিকা মান্ডি।যিনি গত কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই পদে নিযুক্ত হয়েছেন। আজ খাদ্য স্থায়ী সমিতির আলোচনাচক্রে যোগ দিয়ে তিনি জানান সামনেই বর্ষাকাল আসছে আর এই বর্ষার সময়ে যে সকল স্কুলগুলিতে মূলত রেশনের দেওয়ার ব্যবস্থা রয়েছে তাতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকটি আলোচিত হয়েছে।সেই সঙ্গে এলাকায় এখনো অনেক চাষি রয়েছেন যারা সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে ইচ্ছুক।সেই ধান যেভাবে কেনা চলছিল সেভাবে নেওয়া যায় কি না সে দিকটিও আলোচিত হয়।এছাড়াও দুয়ারে রেশন প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান রাজ্যস্তরে এ বিষয়ে ডিলাররা তাঁদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা তাদের অভিযোগ জানিয়েছেন।তবে আমাদের জেলাতে ডিলাররা এ নিয়ে কোনো আপত্তি জানাননি।তারা জানিয়েছে দিদি যেভাবে ব্যবস্থা করেছেন সেইভাবে তাঁরা রেশন দিতে ইচ্ছুক ।দীর্ঘ প্রায় এক বছর পর জেলা পরিষদের খাদ্য ও স্থায়ী সমিতির পদে বসে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বললেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি।
অবশেষে জেলা পরিষদের খাদ্য স্থায়ী সমিতির প্রায় এক বছর পর মিটিং অনুষ্ঠিত হলো জেলা পরিষদের কক্ষে।

Leave a Reply