নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম চন্দ্র ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার, AIIMS কল্যাণী ডিরেক্টর রামজি সিং এর বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের এক ব্যক্তির।
গত ২০শে মে নদীয়ার কল্যাণী থানায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স কল্যাণীতে নিয়োগে দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তোলে এক ব্যক্তি ২ সাংসদ, ২ বিধায়ক সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
এদের বিরুদ্ধে ৪২০/৪০৬/১২০বি/৩৪ নং ধারায় মামলা রুজু হয়েছে।
পাশাপাশি দুর্নীতির মামলা রুজু হয়েছে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স কল্যাণীতে নিয়োগে দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে এক ব্যক্তি ২ সাংসদ, ২ বিধায়ক সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন নদীয়ার কল্যাণী থানায়।

Leave a Reply