জঙ্গলে গাছের ডালে যুগলের মৃতদেহ উদ্ধার।

0
298

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ সকালে সারেঙ্গার শ্মশানকালী মন্দির লাগোয়া জঙ্গলের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই যুগলের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মৃত যুবকের বাড়ির লোকজন পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার সারেঙ্গা থানার গড়গড়িয়া গ্রামের যুবক বুবুন সোম এর সাথে স্থানীয় হাঁসাবেড়া গ্রামের বাসিন্দা ও অন্ধ্রের একটি বেসরকারি নার্সিং কলেজ ছাত্রী বৃষ্টি নন্দীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল দুজনে আচমকাই নিখোঁজ হয়ে যায়। আজ সকালে দুজনেরই ঝুলন্ত মৃতদেহ সারেঙ্গা শ্মাশান কালী মন্দির লাগোয়া জঙ্গলের একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশ যুগলের মৃতদেহ উদ্ধার করতে গেলে মৃত বুবুন সোমের পরিবারের লোকজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বুবুন সোমের পরিবারের দাবি বৃষ্টির পরিবারের লোকজন এর আগেও বুবুনের উপর চড়াও হয়ে মারধর করেছে। এবার দুজনকে পরিকল্পিত ভাবে খুন করেছে বৃষ্টির পরিবারের লোকেরা। গোটা ঘটনার সিবি আই তদন্তের দাবি জানিয়েছেন বুবুনের পরিবারের লোকজন। বৃষ্টির পরিবারের তরফ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

বাইট ঃ- তুষার রি (বুবুনের মামা)
বাইট ঃ- বিদ্যুৎ নন্দি ( বৃষ্টির বাবা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here