নিজস্ব সংবাদদাতা, মালদা:- সিলিন্ডার ফেটে আগুনে ভস্মীভূত একটি বাড়ি। ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর তদারকিতে দমকলের একটি ইঞ্জিন এসে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করলো এলাকা।
জানা যায়, মালদা শহরের অতুল চন্দ্র মার্কেট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ মন্দিরের পেছনে কার্তিক ভরের চাটাইয়ের ঘরে সিলিন্ডার ফেটে আগুন লেগে দাও দাও করে জ্বলতে থাকে। বাড়ির লোকজন চিৎকার করবে আশেপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে তদারকি শুরু করে। ঘটনাস্থলের দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কার্তিক ভরের চাটাইয়ের বাড়িটি পুরো ভস্মীভূত হলেও পার্শ্ববর্তী কোন বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারিনি। ফলে পুরো এলাকা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সময়মতো দমকল না আসলে হয়তো পুরো এলাকা আগুনে ভষ্মিভূত হতে পারতো।
সিলিন্ডার ফেটে আগুনে ভস্মীভূত একটি বাড়ি।

Leave a Reply