সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্য সরকারের উদ্যোগে বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রবল ইচ্ছায় রাজ্যে স্বনির্ভর দলের মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে।
তার মধ্যে একটি অন্যতম উদ্যোগ হলো বিভিন্ন সংঘের মাধ্যমে ব্লকের বা মিউনিসিপ্যালিটির এলাকার সমস্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের জন্য পোষাক তৈরি করছে স্বনির্ভর দলের সংঘের মহিলা রা।
বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে আগেই এই সব মহিলাদের প্রশিক্ষণের কাজ শেষ হয়।
২ রা জুন সংঘ মহিলাদের উদ্যোগে কাপড় কটিংয়ের কাজ হয়।
ব্লক সূত্রের খবর ব্লকের ১৬৯ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য মহিলারা প্রায় কুড়ি হাজার এই রকম পোষাক তৈরি করবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, জয়েন্ট বিডিও মিলন মালাকার, ডাব্লিউ ডিও ফুলেশ্বরী নাগ , জেলা থেকে আগত প্রতিনিধি এবং ব্লকের আধিকারিক গণ।
Leave a Reply