মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম ১০ এর মধ্যে মেদিনীপুরের ৪ জন ছাত্র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম ১০ জন স্থান এর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর বিদ্যাপীঠ এর রৌনক মন্ডল (৬৯২)। এছাড়াও সপ্তম ও অষ্টম স্থান অধিকার করেছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের রনিত সাউ (৬৮৭) ও দেবমাল্য নিয়োগি (৬৮৬) এবং নবম স্থান অধিকার করেছে ডেবরা রাধামোহনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অয়ন কুমার পাল (৬৮৪)।
মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র দের নিয়োগের পরিবারের লোকজন অত্যান্ত খুশি ছেলের এই সাফল্যে। সকাল থেকে কৃতি ছাত্র কে সংবর্ধনা জানাতে উপস্থিত হয়েছেন এলাকার মানুষজনেরা সহ পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। আগামী দিনে NEET নিয়ে পড়াশোনা করতে চায় রনিত সাউ। কৃতি ছাত্রকে আগামী দিনে সব ধরনের সাহায্যের আশ্বাস পৌর প্রধানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *