পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করল পূর্ব মেদিনীপুরের এগরার চোরপালিয়া শ্ৰী শ্ৰী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী দেবশিখা প্রধান,তার প্রাপ্ত নম্বর ৬৯১।এইদিন দেবশিখা জানালো সে এই ধরনের রেজাল্ট করবে নিজেও ভাবতে পারেনি। এই কৃতিত্বের জন্য সে তার বাবা-মাকে সাফল্যটি অর্পণ করতে চায়। সেই সঙ্গে তার যারা প্রাইভেট টিউটর শিক্ষক ছিলেন তাদের প্রতি তাঁর এই অভূতপূর্ব সাফল্য বলে মনে করেছে বলে মনে করে সে বাড়িতে চলছে মিষ্টিমুখ বাবা মা খুশি বড় হয়ে ডাক্তার হতে চায়। দীপশিখার বাবা পেশায় টিউশন মাস্টার মা গৃহকর্ত্রী। তবে তার এই সাফল্যে খুশি সর্বত্রই।
মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করল এগরার দেবশিখা, প্রাপ্ত নম্বর ৬৯১।

Leave a Reply