সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী– এক গৃহবধুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠলো খোদ স্বামীর বিরুদ্ধে। আর এমন নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃতের নাম তমিনা সরদার(২৮)।ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙ্গী গ্রামে।সাত সকালে ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।অন্যদিকে এমন নৃশংস খুনের ঘটনার খবর পেয়ে ঘটনার সরজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস
স্থানীয় সুত্রে জানা গিয়েছে হাড়ভাঙ্গী গ্রামের আকবর সরদারের মেয়ে তমিনা সরদার। বিগত প্রায় বছর ১৪ আগে দীঘার জনৈক যুবক রাজু সরদারের সাথে বিয়ে হয়।বিগত প্রায় ৬ মাস আগে রাজুর সাথে ছাড়াছাড়ি হয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে তমিনা। ইদানিং পেট চালানোর তাগিদে জরির কাজ শুরু করে।জরির কাজ করতে গিয়ে আলাপ হয় স্থানীয় জাকির মোল্লার সাথে। এরপর জাকিরের সাথে ঘনিষ্ট সম্পর্ক তৈরী হয়।মহিলার বাপের বাড়ির লোকজনের দাবী এরপর গত ৬ মাস আগে জাকির এর সাথে বিয়ে হয়।বিয়ে হওয়ার পর থেকেই অশান্তি শুরু হয় বলে অভিযোগ। প্রতিনিয়ত জাকিরের প্রথম স্ত্রীর সাথে অশান্তির সৃষ্টি হতো। অভিযোগ এরপর জাকির তার প্রথম স্ত্রী হামিদার সাথে গোপনে আঁতাত করে তমিনা কে খুন করার পরিকল্পনা করে বলে অভিযোগ। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে খাওয়া-দাওয়া সেরে বাপের বাড়িতেই ঘুমিয়ে ছিল ওই গৃহবধু। অভিযোগ ভোর রাতে একটি ফোন আসে।সকলের অলক্ষ্যে বাড়ি থেকে বিরিয়ে যায় ওই গৃহবধু।পাশাপাশি শনিবার ভোরের আলো ফুটতেই এলাকার লোকজন মাঠের মধ্যে গোরু বাঁধতে গিয়ে দেখতে পায় মাঠের মধ্যে একটি মহিলার মুন্ডুহীন দেহ পড়ে রয়েছে। এমন ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় মানুষজন মৃতদেহ দেখে বুঝতে পারে তাদেরই এলাকার গৃহবধু তমিনার দেহ মাঠে পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি প্রায় পাঁচশো মিটার দুরে একটি পুকুরে থেকে ওই গৃহবধুর কাটা মুন্ডু উদ্ধার করে পুলিশ।মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। মৃত গৃহবধুর বাপের বাড়ির লোকজনের দাবী পারিবারিক আশান্তির জন্য তমিনা কে ওর স্বামী জাকির মোল্লা,আতিকুর মোল্লা,জাকিরের প্রথম স্ত্রী হামিদা ও বৃহষ্পতি সরদার’রা পরিকল্পনা করে তাকে ডেকে ধর্ষণ করে খুন করেছে। দোষীদের কঠোর শাস্তি চাই।
ইতিমধ্যে বাসন্তী থানার পুলিশ এলাকা থেকে দুই মহিলা কে আটক করেছে জিঞ্জাসাবাদের জন্য। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
বাসন্তীতে গৃহবধুকে ধর্ষণ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে,এলাকায় চাঞ্চল্য,তদন্তে বাসন্তী থান পুলিশ।

Leave a Reply