দিনমজুরদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল।

0
466

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ছাতনা ব্লকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে ছাতনা অঞ্চল তৃণমূল কংগ্রেস। আজ বিকেল 4 টা নাগাদ ছাতনা বামুনকুলি মোড় থেকে এই মিছিল শুরু হয় এবং দুবরাজপুর মোড়ে এসে মিছিলটি শেষ হয়। প্রায় দুই হাজারের বেশি মানুষ পায়ে পা মিলিয়ে এই প্রতিবাদ মিছিলে যোগদান করে। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার রাজ্যকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না বলে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গত 1 তারিখ বাঁকুড়ার সতীঘাট এর মঞ্চে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ৫ ও ৬ ই জুন প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন। দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুসারে আজ ছাতনা ব্লকে বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে ছাতনা ২ অঞ্চল তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার পাশাপাশি ডিজেল এবং রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়ামূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মিছিল বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ শংকর চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here