সদাইপুর থানার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ৫ জুন সারা বিশ্ব জুড়েই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এবং তার ভারসাম্য বজায় রাখতে এই দিনের আয়োজন। ১৯৭২ সালের জুন মাসে সুইডেনের স্টকহোমে রাষ্ট্রসংঘের প্রথম মানবিক পরিবেশ সম্মেলন আয়োজিত হয়। ঐ সম্মেলনেই রাষ্ট্রসংঘের পরিবেশীয় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ৫ জুন তারিখটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সারা বিশ্বে দিনটি পালন করা হয় সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াবার এবং তাদের পরিবেশ সংরক্ষণের কাজে উৎসাহ দেবার উদ্দেশ্যে। প্রকৃতি না বাঁচলে মানবজাতিই যে বিপন্ন হবে, সেই নিয়ে সচেতনতা বাড়ানোই মূলত এই দিনের উদ্দেশ্য। তাই আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার ব্যবস্থাপনায় পরিবেশ দিবস পালন করা হয়। এদিন সদাইপুর থানা প্রাঙ্গণে ১৫ টি চারা গাছ রোপণ করেন ওসি মিকাইল মিয়া এবং অন্যান্য পুলিশ অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *